উত্তর : পেশাব পায়খানার সময় জিকির করা নিষেধ। বিশেষভাবে লেট্রিনে জিকির করা নিষেধ। বড় বাথরুমে, যেখানে অজুর জায়গা লেট্রিন থেকে দূরে সেখানে জিকির দোয়া করা যায়। সুন্নত তরীকার দাড়ি কাটা বা ছাটা যায় না। দাড়ি সম্পূর্ণ মুক্তভাবে ছেড়ে রাখতে হবে।...
উত্তর : আতর ব্যবহার করা যাবে। কেবল গলা দিয়ে পেটে ধোঁয়া প্রবেশ করে না, এমন হলেই চলে। শুধু সুগন্ধি রোজা ভঙ্গের কারণ নয়।সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী...